# লিখতে গিয়ে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ অক্টোবর, ২০১৫, ০৪:০৬:৩১ বিকাল

লিখতে গিয়ে ছড়া

চোখ ছানাবড়া

কলম দেখি নাচে

গ্যঙ্গাম এর ধাচে।

খাতা বলল থাক

ছড়া গুজে রাখ

তুই বরং গা

সা রে গা মা পা।


মন বলল সেকি!

মর্জী চালায় ঢেকি

মন মর্জীর দোটনাতে

সবই আধাঁর দেখি।

থাক বাবা থাক

ছড়া গোল্লায় যাক

তার’চে বরং গল্প

চেষ্টা করি অল্প।


লিখব এবার গল্প

সেটাই সংকল্প

কলম এবার কাঁদে

পড়ল কার ফাঁদে।

খাতা বলল থাক

গল্প তুলে রাখ

অন্য কিছু লেখ

লেখার আগে শেখ।


মন বলল আহ্

মর্জী বলল নাহ্

মন মর্জীর দোটনাটাতে

বাড়ছে গোলক ধাধা।

থাক বাবা থাক

গল্প গোল্লায় যাক

তার’চে বরং পড়ি

তবেই চেষ্টা করি।


বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344647
০৬ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৪৯
নাবিক লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
০৬ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:২৫
285950
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor হাসেন ক্যা?Rolling on the Floor
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
286135
নাবিক লিখেছেন : তাইলে কি কাঁন্দুম? Crying
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
286148
বাকপ্রবাস লিখেছেন : আগেরটাইতো ভালো ছিল, হাসেন হাসেনRolling on the Floor
344649
০৬ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:২১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
০৬ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:২৬
285951
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ লইবেন
344668
০৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খাতা বাদ দেন
কি-বোর্ডে লেখেন!
০৬ অক্টোবর ২০১৫ রাত ০৮:০২
285972
বাকপ্রবাস লিখেছেন : কিবোর্ডে যখন প্রথম লিখছিলাম মনিটর ছিলনা, বালিশ এর উপর রেখে ফিঙ্গারিং প্র্যাকটিস করছি
344670
০৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
শেখের পোলা লিখেছেন : দারুন!!!!!!!!!!
মন বলল লেখ,
মর্জি বলল নাহ,
খাতা কলম রেখে
রমনা পার্কে যা৷
০৬ অক্টোবর ২০১৫ রাত ০৮:০৩
285974
বাকপ্রবাস লিখেছেন : রমনা পার্কে কি?
বুঝাই কইবেননি
মন বলল যা
মর্জি বলল নাRolling on the Floor
344714
০৭ অক্টোবর ২০১৫ রাত ০১:২৬
বৃত্তের বাইরে লিখেছেন : কলম-
সাধে কি আর কাঁদে?
পড়েছে বাকপ্রবাসের ফাঁদে
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:২৮
286075
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
হান্ডি পাতিলও কাঁদে
যখন সে রাধে
344730
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৪:৪৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনিতো ভাই পারেন। আমি চেষ্টা করেও পারি না।
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩০
286076
বাকপ্রবাস লিখেছেন : পারিনা পারিনা
প্যারিস যাব বলে
কাতারতো ছাড়েনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File