# লিখতে গিয়ে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ অক্টোবর, ২০১৫, ০৪:০৬:৩১ বিকাল
লিখতে গিয়ে ছড়া
চোখ ছানাবড়া
কলম দেখি নাচে
গ্যঙ্গাম এর ধাচে।
খাতা বলল থাক
ছড়া গুজে রাখ
তুই বরং গা
সা রে গা মা পা।
মন বলল সেকি!
মর্জী চালায় ঢেকি
মন মর্জীর দোটনাতে
সবই আধাঁর দেখি।
থাক বাবা থাক
ছড়া গোল্লায় যাক
তার’চে বরং গল্প
চেষ্টা করি অল্প।
লিখব এবার গল্প
সেটাই সংকল্প
কলম এবার কাঁদে
পড়ল কার ফাঁদে।
খাতা বলল থাক
গল্প তুলে রাখ
অন্য কিছু লেখ
লেখার আগে শেখ।
মন বলল আহ্
মর্জী বলল নাহ্
মন মর্জীর দোটনাটাতে
বাড়ছে গোলক ধাধা।
থাক বাবা থাক
গল্প গোল্লায় যাক
তার’চে বরং পড়ি
তবেই চেষ্টা করি।
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি-বোর্ডে লেখেন!
মন বলল লেখ,
মর্জি বলল নাহ,
খাতা কলম রেখে
রমনা পার্কে যা৷
বুঝাই কইবেননি
মন বলল যা
মর্জি বলল না
সাধে কি আর কাঁদে?
পড়েছে বাকপ্রবাসের ফাঁদে
হান্ডি পাতিলও কাঁদে
যখন সে রাধে
প্যারিস যাব বলে
কাতারতো ছাড়েনা
মন্তব্য করতে লগইন করুন