# লাল-কালো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৮:১৮ দুপুর

টুম্পামনি গাইতে জানে
নাচতে জানে ভালো
সবই জানে ষোল আনা
লালকে বলে কালো।
পড়তে জানে, লিখতে জানে
আঁকতে জানে ভালো
সবই জানে আনায় আনা
লালকে বলে কালো।
যতই বলি লাল হবে
বলবে সে কালো
লালে তার অপছন্দ
কালোই নাকি ভালো।
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ১২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
খেলতে মানা তাদের তরে পড়তে শুধু হয়।
টালমাটালের ডিজিটালে উলটো খুকিই ভাল
যাচ্ছে সবাই একই দিকে দোষ কী খুকির বল।
আমরাইতো উল্টা পাল্টা শিখাই
মন্তব্য করতে লগইন করুন