- দেখা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫৩:১১ রাত
নেই আমাদের তেমন জানাশুনা
মোবাইল ফোনে হাই-হ্যালো দু'একবার
কতবার ভেবেছি দেখাটা হয়ে যাকনা
যাব যাব করে দেখা হয়না আর।
বয়েস আমাদের নয়তো কাছাকাছি
ব্যাবধানটা যেমন মশা আর মাছি
ভাবলাম একবার দেখা করেই আসি
এবার ঈদে গরু খাওয়া হয়নি খেলাম শুধু খাসি।
দেখাটা হয়েই গেল নিলেন বুকে টেনে
যেন অনাদিকাল হতে আমাকেই চেনে
অনেক হল কথা, খেলাম পেট পুরে
ব্লগ পাড়ায় দেখা হবে আবার ঘুরে ঘুরে।
বিষয়: বিবিধ
৯২৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একা একা খেয়ে এসে ডেকুর......
জাতি ও একদিন আপনার বাসায় আসবে........
ছড়া দিয়ে কথা বলা যেন তার অভ্যাস।
দেখতে যে কত ভাল মুখে বলা দু:স্কর
ব্লগ আর ফেবুতে তিনি চির ভাস্বর।
বিনয় এর তুলনা নাই
০ মশা আর মাছির ব্যবধান বলতে কি রাত আর দিনের ব্যবধান তথা অন্ধকার ও আলোর ব্যবধান বোঝাতে চেয়েছেন ?
মন্তব্য করতে লগইন করুন