# উমামা এবং উমায়রা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৪:২৪ সকাল
ওরা দু'জন খেলার সাথী
ঝগড়া-ঝাটিরও বটে
মাঝের মধ্যে যেমন তেমন
আজব কান্ড ঘটে!
কুলুক বলে লুকায় একজন
অন্য জনে খোঁজে
বেখায়ালে ঘুমিয়ে পড়ে
সিন্ধুকটাতে গুঁজে।
এঘর ওঘর ওঠোন বাড়ী
খুঁজে খুঁজে সারা
সবখানেতে দেখা হল
কেবল সিন্ধুক ছাড়া।
ভাংলে ঘুম ভয়ে যখন
কান্নার সূর ভাসে
সবাই এসে দেখে দেখে
দম ফাটিয়ে হাসে।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেয়াই কনের মাকে কি জানিয়েছেন
দেশে যাবেন কবে?
মন্তব্য করতে লগইন করুন