- ভ্যাট যদি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪২:৩৫ দুপুর
ভ্যাট যদি ফ্যাট বেড়ে
হয় গোলগাল
কর গোলামাল।
ভ্যাট যদি নেমে যায়
মন্ত্রীর লাগে ঝাল
টেনে দাও গাল।
ভ্যাট যদি উঠে আবার
মন্ত্রীর বাড়ে গাল
তুলে নাও ছাল।
বিষয়: বিবিধ
৮৬২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিক্ষা আমার অধিকার
ভ্যাটের আবার কি দরকার !
মানতে হল সরকার
মন্তব্য করতে লগইন করুন