- নেশা এবং নেতা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩০:৫৪ দুপুর
এমনিতেই ঘুম পাগল লোকটা
উঠতে বসতে ঘুম আর ঘুম
বিড়িটা শেষ হলেই জেগে উঠতো শোকটা
বিড়ির সাথে ছিল প্রেম কুসুম।
ধূমপানে বিষপান সেতো জানা কথা
নেতারা খায় তবু যেন এটা প্রথা।
গুরু খায় শিষ্য খায়, খায় পাতি নেতা
প্রকাশ্যে খায় তবু নেই মাথা ব্যথা।
লোকটা গেল ঘুম উঠলনা আর
বিড়িটাও জ্বলেপুড়ে হয়ে গেল ছা'য়
এমন নেতা জুটলে জাতি ছারখার
নেশাতুর নেতা যেন আর না বানাই।
বিষয়: বিবিধ
৮৯০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ, জাযাকাল্লাহ,
মন্তব্য করতে লগইন করুন