- বৃষ্টিতে রাজধানী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৭:৫১ দুপুর
বৃষ্টির জলে থমকে আছে ঢাকা
চলছেনা কার বাস কিংবা তিন চাকা
সুমাইয়ার কোমরে আফসানার বুকে
ডুবে আছে পানিতে বিষাদ চোখেমুখে।
কাকাবাবু ভেবেছিলেন হেটেই যাবেন ঘরে
জুতো জোড়া হাতে নিয়ে ছাতাটা ধরে
পানিতে সমতল যায়কি পথ দেখা
ভাংগা রাস্তায় পড়ে খায় ভ্যাবাছেখা।
চারতলার গ্রীল ধরে সুমন, সুষমা
দেখে দেখে ভাবছিল পদ্মা, সুরমা
ঝপ করে দেয় ঝাপ তোকাইয়ের দল
দরিয়ার পানিতে খেলে ফুটবল।
বিষয়: বিবিধ
৮৮৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অভিযোগ না করে এই সুযোগে কিছু মাছ ধরুন আর সাতারটাও চর্চা করে নিন।
১০ টাকায় চাল না খাওয়াতে পারলে কি, বিনামূল্যে মাছ খাওয়া ও সাতার শেখার একটা ব্যাবস্থাত হয়েছে না-কি?
কোনো কিছুতে সন্তুষ্টি নাই বাঙ্গালীর - সবকিছুতে অভিযোগ!
মন্তব্য করতে লগইন করুন