- খাইখাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪৪:৫২ দুপুর
ছাড়বনা গরুটা রেখেছিতো ধরে
দেখি এবার কোরবানটা কর কি করে!
ছেড়ে দাও দাদাভাই বল কি চাও
মুক্ত বাজার, ট্রানজিট মন ভরেনি তাও?
সে-তো অনেক আগের খাওয়া নতুন কি আছে
ক্ষিধেয় মাথা ভন ভন পেটে বিড়াল নাচে।
রাতদিন খাই খাই কাজ কি নাই আর?
তুই বান্ধব হয়না বদল বাংলাদেশ সরকার।
তাই নাকি ভুলেই যাই থাকেনাতো মনে
নেবার বেলায় ষোল আনা দিতে চায় কোন জনে!
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দূর হও বেইমান ধূরু
বার্মা থেকে গরু আসতেছে!!
মন্তব্য করতে লগইন করুন