- সাদাকালো

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ আগস্ট, ২০১৫, ০৯:২৬:৩৭ রাত



নাচাবে বলে সানি লিওন আসছে

দিয়ে যাবে দারুণ সুড়সুড়ি

নাচবে বলে ইয়াং জেনারেশন

টিকেট কিনতে পড়বে হুড়মুড়ি।

নড়েচড়ে বসল আবার হেফাজত

যে করেই হোক ঠেকানো চায়

পীর আওলিয়ার এমন সোনার দেশে

বেশ্যা নর্তকীর হবেনা কোন ঠাঁই।


টুইটারে টুকে দেবে তসলিমা নাসরিন

পুরোনো সেই তেতুলের বয়ান

দেশটা কবে হবে উদ্ধার

কাঠমোল্লারাই আসল শয়তান।

থাকবেনা ফাঁকা ভিআইপি গ্যালারী

পরিবার নিয়ে আসবে মন্ত্রী এমপি

তাদেরওতো দরকার কিছুটা সুড়সুড়ি

দু'চার ঘন্টা থাকবে ভুলে হুমকি ধমকি।


গেল গেল দেশটা গেল ছি ছি ছি ছি

কি সব চলছে আমার বাংলাদেশে

যে ছেলেটা তুলবে ঝড় ফেইসবুকে

টিভিটা ছেড়ে দেখবে ঠিকই শেষে।

সাদাকালো ভালোমন্দে সমাজ

কেউ নাচে কেউ ঠেকাতে চায়

কেউ ভাবে খেয়ে আর নাই কোন কাজ

এসব নিয়ে ভাবার সময় কোথা পাই।

বিষয়: বিবিধ

৮৫৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337969
২৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৭
হতভাগা লিখেছেন : সানি আসছে বাংলাদেশের মুসলমানদের ঈমান কতটুকু অবশিষ্ট আছে তার পরীক্ষা নিতে ।
২৬ আগস্ট ২০১৫ রাত ১০:০১
279534
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue দেখা যাক রেজাল্ট কি আসে
337970
২৬ আগস্ট ২০১৫ রাত ১০:০০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ আগস্ট ২০১৫ রাত ১০:০২
279535
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন
337977
২৬ আগস্ট ২০১৫ রাত ১০:৪০
নাবিক লিখেছেন : সানির বাংলাদেশে আসার নিউজটা ভুয়া, সে বঙ্গদেশে আপাতত আসছেনা।

ছড়াটা কিন্তু জম্পেশ হয়েছে।
337978
২৬ আগস্ট ২০১৫ রাত ১০:৪৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : গেল গেল দেশটা গেল ছি ছি ছি ছি
কি সব চলছে আমার বাংলাদেশ

গেলো গেলো ঈমান গেলো। বাংলাদেশের মুসলমানদের ঈমান এত দূর্বল কেনো?
337981
২৬ আগস্ট ২০১৫ রাত ১১:০৪
338059
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০১:০২
আবু জারীর লিখেছেন : সানিলিয়ন ফ্যাক্ট না। নজর রাখতে হবে তার খদ্দের দের দিকে।
338159
২৭ আগস্ট ২০১৫ রাত ০৮:০৭
আবু জান্নাত লিখেছেন : বেশ জমিয়ে লিখেছেন, চমৎকার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File