- সাদাকালো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ আগস্ট, ২০১৫, ০৯:২৬:৩৭ রাত
নাচাবে বলে সানি লিওন আসছে
দিয়ে যাবে দারুণ সুড়সুড়ি
নাচবে বলে ইয়াং জেনারেশন
টিকেট কিনতে পড়বে হুড়মুড়ি।
নড়েচড়ে বসল আবার হেফাজত
যে করেই হোক ঠেকানো চায়
পীর আওলিয়ার এমন সোনার দেশে
বেশ্যা নর্তকীর হবেনা কোন ঠাঁই।
টুইটারে টুকে দেবে তসলিমা নাসরিন
পুরোনো সেই তেতুলের বয়ান
দেশটা কবে হবে উদ্ধার
কাঠমোল্লারাই আসল শয়তান।
থাকবেনা ফাঁকা ভিআইপি গ্যালারী
পরিবার নিয়ে আসবে মন্ত্রী এমপি
তাদেরওতো দরকার কিছুটা সুড়সুড়ি
দু'চার ঘন্টা থাকবে ভুলে হুমকি ধমকি।
গেল গেল দেশটা গেল ছি ছি ছি ছি
কি সব চলছে আমার বাংলাদেশে
যে ছেলেটা তুলবে ঝড় ফেইসবুকে
টিভিটা ছেড়ে দেখবে ঠিকই শেষে।
সাদাকালো ভালোমন্দে সমাজ
কেউ নাচে কেউ ঠেকাতে চায়
কেউ ভাবে খেয়ে আর নাই কোন কাজ
এসব নিয়ে ভাবার সময় কোথা পাই।
বিষয়: বিবিধ
৮৫৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছড়াটা কিন্তু জম্পেশ হয়েছে।
কি সব চলছে আমার বাংলাদেশ
গেলো গেলো ঈমান গেলো। বাংলাদেশের মুসলমানদের ঈমান এত দূর্বল কেনো?
মন্তব্য করতে লগইন করুন