- স্বপ্ন বেকার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ আগস্ট, ২০১৫, ০৩:৩৮:০০ দুপুর
ডিমের হালি ষাট টাকা বলল শালী এসে
শালা বাবু কিসের যেন হিসেব কষে বসে।
ভাতের থালায় উঠল শেষে কচুর তরকারী
কচু নাকি বাড়ায় জ্যোতি ভীষণ দরকারি।
খাওয়া শেষে ভাবল জামায় আসবে এবার দই
শ্বশুর মশায় বলল হেঁকে কইরে তোরা কই।
জামায় বাবুর তাড়া আছে যাবে নাকি আজ
কোথায় নাকি জমে আছে দরকারি খুব কাজ।
শ্বশুর বাড়ি মজার হাড়ি সে'তো সবাই বলে
উল্টোটাও হতে পারে কপাল মন্দ হলে।
বেকার যুবক স্বপ্ন দেখে যদিও শূণ্য হাড়ি
বউটাযে তার মিষ্টি ছিল কিপ্টে শ্বশুর বাড়ি।
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর যাই হওক ভাই, বউটা যদি হয় মিষ্টি
কি আর দরকার অন্য দিকে দেওয়ার দৃষ্টি?
তাইতো বউ এর কথা চলি
যার ভাগ্যে জুটেছে, শশুর বাড়ীর মজা সেই পেয়েছে
মন্তব্য করতে লগইন করুন