- স্বপ্ন বেকার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ আগস্ট, ২০১৫, ০৩:৩৮:০০ দুপুর



ডিমের হালি ষাট টাকা বলল শালী এসে

শালা বাবু কিসের যেন হিসেব কষে বসে।

ভাতের থালায় উঠল শেষে কচুর তরকারী

কচু নাকি বাড়ায় জ্যোতি ভীষণ দরকারি।

খাওয়া শেষে ভাবল জামায় আসবে এবার দই

শ্বশুর মশায় বলল হেঁকে কইরে তোরা কই।

জামায় বাবুর তাড়া আছে যাবে নাকি আজ

কোথায় নাকি জমে আছে দরকারি খুব কাজ।


শ্বশুর বাড়ি মজার হাড়ি সে'তো সবাই বলে

উল্টোটাও হতে পারে কপাল মন্দ হলে।

বেকার যুবক স্বপ্ন দেখে যদিও শূণ্য হাড়ি

বউটাযে তার মিষ্টি ছিল কিপ্টে শ্বশুর বাড়ি।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337924
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২০
নাবিক লিখেছেন : শশুর বাড়ী যামু, মজা কইরা আণ্ডা খা...মু Tongue
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১২
279499
বাকপ্রবাস লিখেছেন : বেকার যুকব স্বপ্নে জামায় হইয়া গেছে আপনেও স্বপ্নে ঘুর আসেন স্বশুর বাড়ী, আমগরে জানাইয়েন কি দিয়ে ভাত দিছে
337933
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : হায়! বড় হিংসে লাগে! আপনার মত কবিতা লিখার দক্ষতা যদি আমার থাকত.......
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৩
279500
বাকপ্রবাস লিখেছেন : হা হা হাRolling on the Floor Rolling on the Floor Tongue
337941
২৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
শেখের পোলা লিখেছেন : দারুন শ্বশুরবাড়ি পাইছেন৷ Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
279510
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying
337952
২৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বদনাম করলেন না সত্য বললেন?????????????????????????????
২৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
279515
বাকপ্রবাস লিখেছেন : এইটা একটা বেকার যুবক এর স্বপ্ন বিলাশ কারো জীবনের সাথে মিল আছে বলে মনে হয়না
337961
২৬ আগস্ট ২০১৫ রাত ০৮:০৫
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : Winking
আর যাই হওক ভাই, বউটা যদি হয় মিষ্টি
কি আর দরকার অন্য দিকে দেওয়ার দৃষ্টি?
২৬ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৪
279518
বাকপ্রবাস লিখেছেন : সেটইতো বলি
তাইতো বউ এর কথা চলি
337979
২৬ আগস্ট ২০১৫ রাত ১০:৪৭
আবু জান্নাত লিখেছেন : দারুন কবিতা, এমন শশুর পাওয়া দায়।
যার ভাগ্যে জুটেছে, শশুর বাড়ীর মজা সেই পেয়েছে
২৭ আগস্ট ২০১৫ রাত ০২:৩৬
279557
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
338026
২৭ আগস্ট ২০১৫ সকাল ০৯:১৯
ফরিদুল ইসলাম তুষার লিখেছেন : অসাধারণ
২৭ আগস্ট ২০১৫ সকাল ১১:১৫
279580
বাকপ্রবাস লিখেছেন : অনেক ধন্যবাদ জানবেন ফরিদুল ইসলাম তুষার ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File