- এসো হে সানি এসো এসো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৫, ১১:৪১:৫৫ সকাল

টিকেট মূল্য পনের হাজার
সানি লিওন আসছে
সেই আনন্দে বংগ জাতি
থর থর কাঁপছে।
মা বাবা ভাই বোন
মুখিয়ে আছে সবাই
সবার মনে সানি সানি
উঁকি দিয়ে যায়।
দেখবে বাবা কেমন ফিগার
ছেলে দেখবে ঠ্যাঙ টা
মা বলবে দেখ দেখ
কে বলেছে লেংটা!
বোন বলবে জিরো ফিগার
এটাই সানির অস্ত্র
কেউ বলেনা জানে সবাই
কেমন সানির বস্ত্র।
এমন একটা প্রজন্ম আহা
গড়ে উঠেছে দেশে
সানি লিওন আসছে যে তায়
তাদের ভালবেসে।
বিষয়: বিবিধ
২১৮৮ বার পঠিত, ১২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এখন সানি মানি... হানি হানি!!
আ বাংগালী
খাইয়া যা
এই কটা দিন স্ত্রী ও প্রেমিকারা বেশ ইনসিকিউরড ফিল করবে ।
(শাহরুখ , অক্ষয় যখন এসেছিল তখন মেয়েরা মজা চেখেছিল । এবার সুযোগ ছেলেদের সামনে)
১৫০০০ টাকায় সানিকে চাক্ষুষ দর্শনের সুযোগ জীবনে আর পাওয়া যাবে কি না সন্দেহ।
ঢাকার রাস্তায় সেদিন শতাব্দীর কঠিনতম যানজট বাঁধবে ।
ইফা(ইসলামিক ফাউন্ডেশন) এই সুযোগে হয়ত সানিকে তাদের কোন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নিয়ে আসবে।
--আকাশ ভেঙে পড়ুক তাদের উপর। আল্লাহ দুআ কবুল করো। আমীন।
--আকাশ ভেঙে পড়ুক তাদের উপর। আল্লাহ দুআ কবুল করো। আমীন।
মন্তব্য করতে লগইন করুন