- এসো হে সানি এসো এসো

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৫, ১১:৪১:৫৫ সকাল



টিকেট মূল্য পনের হাজার

সানি লিওন আসছে

সেই আনন্দে বংগ জাতি

থর থর কাঁপছে।

মা বাবা ভাই বোন

মুখিয়ে আছে সবাই

সবার মনে সানি সানি

উঁকি দিয়ে যায়।


দেখবে বাবা কেমন ফিগার

ছেলে দেখবে ঠ্যাঙ টা

মা বলবে দেখ দেখ

কে বলেছে লেংটা!

বোন বলবে জিরো ফিগার

এটাই সানির অস্ত্র

কেউ বলেনা জানে সবাই

কেমন সানির বস্ত্র।


এমন একটা প্রজন্ম আহা

গড়ে উঠেছে দেশে

সানি লিওন আসছে যে তায়

তাদের ভালবেসে।

বিষয়: বিবিধ

২১১৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336847
১৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আগে সানি আসলে বুঝতাম সুনীল গাভাসকার!!!
এখন সানি মানি... হানি হানি!!
১৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৬
278577
বাকপ্রবাস লিখেছেন : মজা আর মজা
আ বাংগালী
খাইয়া যা
336849
১৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৬
হতভাগা লিখেছেন : সানির আসার খবরে বাংলাদেশের নারী সমাজে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে ।

এই কটা দিন স্ত্রী ও প্রেমিকারা বেশ ইনসিকিউরড ফিল করবে ।

(শাহরুখ , অক্ষয় যখন এসেছিল তখন মেয়েরা মজা চেখেছিল । এবার সুযোগ ছেলেদের সামনে)

১৫০০০ টাকায় সানিকে চাক্ষুষ দর্শনের সুযোগ জীবনে আর পাওয়া যাবে কি না সন্দেহ।

ঢাকার রাস্তায় সেদিন শতাব্দীর কঠিনতম যানজট বাঁধবে ।

ইফা(ইসলামিক ফাউন্ডেশন) এই সুযোগে হয়ত সানিকে তাদের কোন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নিয়ে আসবে।
১৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৫
278576
বাকপ্রবাস লিখেছেন : শামিম আফজল দারুণ মাল, কামটা করতেই পারে, অপেক্ষায় থাকলাম এমন একটা দৃশ্য জাতি দেখবে বলে
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩১
278617
এনামুল লিখেছেন : Rolling on the Floor
336870
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:২৮
নারী লিখেছেন : যে পর্ন করে তার কি আবার বস্ত্র থাকে?
336872
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অবক্ষয়ের শুরু তো হয়েছে আরো আগে থেকে... ধন্যবাদ
336874
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৩
মাজলুম যাযাবর লিখেছেন : মাইনাস মাইনাস
336875
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৭
জ্ঞানের কথা লিখেছেন : চোখের জেনা সবারি আমল নামায় লেখা হয়ে থাকে।

--আকাশ ভেঙে পড়ুক তাদের উপর। আল্লাহ দুআ কবুল করো। আমীন।
336877
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৩
ইবনে হাসেম লিখেছেন : জ্ঞানের কথা লিখেছেন : চোখের জেনা সবারি আমল নামায় লেখা হয়ে থাকে।

--আকাশ ভেঙে পড়ুক তাদের উপর। আল্লাহ দুআ কবুল করো। আমীন।
336884
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:১১
নাবিক লিখেছেন : এসো হে সানি এসো এসো অপেক্ষায় আছি Tongue
336898
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৫
এনামুল লিখেছেন : Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File