সকালটা আজ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ আগস্ট, ২০১৫, ১২:১৮:৩৫ দুপুর



সকালটা আজ অন্য রকম

অন্যরকম সবই

তুমি থাকলে পাশে, আমি

বনে যাই কবি।

সকালটা আজ মিষ্টি

যেদিকে তাকায় দৃষ্টি

তুমি থাকলে পাশে, আমার

কাব্য অনাসৃষ্টি।


সকালটা আজ টক

করছি যে বকবক

তোমায় নিয়ে স্বপ্ন আমার

দিগ্বিজয়ের ছক।

সকালটা আজ তিতা

লাগছে তবু মিঠা

তুমি সঙ্গে থাকলে আমার

পরোয়া করিনা চিতা।


সকালটা আজ ঝাল

গরাম চা'য়ে গাল

শুধু তোমাকেই ভাবতে গিয়ে

লেগে গেছে গোলমাল।

বি.দ্র. ইমতিদার ছবিটা দেখে এই কাব্য'র সূত্রপাত এবং অনুমতি না নিয়ে ছবি ব্যবহার, না জানি আবার কি টক-ঝাল শুরু হয়ে যায়......


বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335124
১১ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৯
হতভাগা লিখেছেন : পাশের ভাইয়াটা/আপুটা কে ?
১১ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৪
277110
বাকপ্রবাস লিখেছেন : আমার এক্স কলিগ, এখন দেশে থাকেনা
১১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৩
277126
হতভাগা লিখেছেন : কোনটা এক্স-কলিগ ?
১১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৫
277129
বাকপ্রবাস লিখেছেন : ইমতিদা...........নাম হল ইমতিয়াজ সিদ্দিকি, আমি ডাকতাম ইমতিদা।
বলত, ধ্যুর মিয়া সবাই হিন্দু মনে করবে হা হা হা
১১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৮
277130
হতভাগা লিখেছেন : ইমতিদা বললে যদি সবাই হিন্দু মনে করে , তাহলে রামদা বললে কি মনে করবে ?
১১ আগস্ট ২০১৫ দুপুর ০২:০০
277133
বাকপ্রবাস লিখেছেন : তাও হিন্দবাচক, পাঠা কাটার জন্য এবং ছাত্রলীগ এর প্রিয় অস্ত্র
335130
১১ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ভদ্রলোকটাতো আপনি না। নাকি আপনি? ঠিক ঠাওড়াইতে পারছি না।

কিছু কিছু সকাল অন্যরকমই হয়। Rose Rose Rose
১১ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৯
277114
বাকপ্রবাস লিখেছেন : ইমতিয়াজ সিদ্দিকি, আমি দুষ্টামি করে ইমতিদা ডাকতাম, আমার এক্স কলিগ, এখন ইউএসএ তে আছেন, সুতরাং পাশেরজন ভাবী, ইমতিদা আজ এই ছবিটা পোষ্ট করেছেন আমি কমেন্ট করতে গিয়ে এই পদ্য
335134
১১ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৬
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৮
277115
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
335157
১১ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৬
প্যারিস থেকে আমি লিখেছেন : কবিতাতো সেই রকম হইছে।
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪০
277165
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue সময় অভাবে আপনার গল্প এখনো পড়তে পারিনি
335192
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
277181
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue
335204
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এত তেল কেন??
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
277182
বাকপ্রবাস লিখেছেন : তেলের দেশে আছি যে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File