কালা বাবা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ আগস্ট, ২০১৫, ১১:৫৩:৪১ সকাল
তোর পায়ে এতো মধু করলে জাদু ওরে বাবা
সে পায়ে পড়ে থাকি দিবা রাতি আমি হাবা
ও বাবা তুই ভরসা লোভ লালসা করতে মানা
তুই ছাড়া নাইযে উপায় সেই কথাটা আছে জানা।
তুই যে পীর বাবা আমি হাবা রাত কানা
তোরে ছাড়া কিছু দেখিনা বাবা আমি জাত কানা।।
বাবা তোর গায়ের কালার আমি হালার কিছু বুঝিনা
কোথায় পাইলি এমন রং সেই কথাটা আর কইলিনা।
যা'হোক এবার সেইসব কথা আসল কথা লেনাদেনা
কবে বাবা নেতা হমু চান্দাবাজি ভাললাগেনা।
তুই যে পীর বাবা আমি হাবা রাত কানা
তোরে ছাড়া কিছু দেখিনা বাবা আমি জাত কানা।।
বাবা তোর পায়ে পড়ি মরি মরি আমি হাবা
কথা দাও শিখাই দিবা চালের ঘুটি খেলা দাবা।
কোন কৌশলে রাস্তা তোমার ফুল ক্লিয়ার নাইতো জানা
তাইতো বাবা তোমার পায়ে ঠাঁই নিয়েছে অধম কানা।
তুই যে পীর বাবা আমি হাবা রাত কানা
তোরে ছাড়া কিছু দেখিনা বাবা আমি জাত কানা।।
বিষয়: বিবিধ
৫১৫৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিএনপির সিনিয়র নেতাদের নেড়ি কুত্তার মত পেটানোর হুমকি দিয়ে ভালই দাম পাচ্ছে নাজমুল ভাই।
মন্তব্য করতে লগইন করুন