শুনছো নাকি মিরু'র বাপ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ আগস্ট, ২০১৫, ০৭:০৫:৪২ সন্ধ্যা
তোমার মেয়ে সামলাও তুমি
আমি আর পারছিনা
কেমন যেন ডেমকেয়ার
যেন ধার ধারছিনা।
রাত জেগে পড়ার নামে
সকাল দুপুর দিচ্ছে ঘুম
ফেইসবুকেই পড়া লিখা
দিচ্ছে আবার উড়াল চুম।
কলেজ যাবার নাম করে
ঘুরছে নাকি ইকো পার্ক
দেখো এবার কেমন রেজাল্ট
জিপিএ কেমন মার্ক!
পাড়ার লোকে ঠিকই বলে
থাকতে সময় শিকল দাও
শুনছো নাকি মিরু'র বাপ
ডাকছে নাক, ওদিক যাও!
বিষয়: বিবিধ
৯৪১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন