- ব্যাথা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জুলাই, ২০১৫, ১১:৪৪:৫১ সকাল
আঙ্গুলে ব্যাথা করছিল দু'একদিন ধরে, ভাবলাম ২৪ঘন্টা মাউস ক্লিক ক্লিক ক্লিক আর যে হারে কিবোর্ডে লিখালিখি হয় ব্যাথা হতেও পারে, অপিসের কাজ এবং ফেইসবুক/ব্লগ এই তিনটা নিয়েইতো আছি ২৪ঘন্টা, সঙ্গে মাউস আর কিবোর্ড। আমার কি বোর্ডে লিখা যেহেতু স্পিড তাই শব্দটা এমন হয়ে উঠে যেন নাপিতের চুল কাটা কাচির শব্দ। ক্যাচ ক্যাচ ক্যাচ , উমামার মার সাথে যখন কথা বলি, আমার উত্তর পেতে যখন দেরী হয় তখন সে শব্দ শুনে ক্যাচ ক্যাচ ক্যাচ, তারপর শুরু চেচামেচি, আপনি কি যেন লিখছেন মনে হয়, আমার কথা শুনছেননা, ফোন রেখে দিচ্ছি ব্লা ব্লা ব্লা।
যে কথা বলছিলাম, আঙ্গুলের ব্যাথা। কারনটা আজ বুঝলাম সকালে পরটা বানাতে গিয়ে, ইদানিং পরটা খাওয়া হচ্ছে প্রতিদিন সকালে, তেল কম দিয়ে ছ্যাকা পরাটা, ( ছ্যাকা প্রেম কি জিনিস সেটা অবশ্য জানিনা) পরটা যখন খন্তি দিয়ে জোরে চাপ দিচ্ছিলাম তাবার উপর, যাতে ভেতরে কাঁচা না থাকে তখন টের পেলাম ব্যাথাটা। হুম ওখান থেকেই ব্যাথার উৎপত্তি, চাপটা দেবার সময় আঙ্গুল মাঝখানে পড়ে যাচ্ছে, পাটা আর উতার মাঝখানে যেমন মরিচ এর কথা বলে সবাই।
আহ ব্যাথা .............. মনে!
আঙ্গুলর ব্যাথার জন্য মনের ব্যাথার কারনটা আর লিখতে পারলামনা ................।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাচ্ছে পাওয়া কাতারে
খেতে ভারি মঝা
দারুন দারুন আহারে।
সেলফি তুলে পাঠাই দেন
কেমনে বানায় পরটা
মেরুর মায় খুশি হবে
সকাল বেলার নাস্তায়।
মঝা করলাম।
মন্তব্য করতে লগইন করুন