- বুঝলনা মিরু'র মা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জুলাই, ২০১৫, ০৪:০৮:২২ রাত
আমিতো চাকরী করি
বেকারতো আর থাকিনা
অপিষের হ্যাড কেরানী
মোটা দাগে পাই মাহিনা।
ভাবছি এবার ঘরসংসার
যদি পাই মনের মতো
আছে নাকি থাকলে বলুন
নেবনা যৌতুক অ'তো।
ওভারটাইমে মাস চলে যায়
বেতন যা পায় জমতে থাকে
পান সিগারেট ছুঁইনা কিছুই
শুনলনাতো বলছি কাকে!
মিছে সব শূন্য রোদন
ইশারায় কাজ হবেনা
মিরু'র মা শুনেই গেল
কিছুইতো আর বলেনা।
বিষয়: বিবিধ
৮১০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গেলাম না হয় ওদের ঘরে৷
বুঝিয়ে না হয় করব রাজি,
ঠিক সময়ে বারাত নিয়ে,
ওদের বাড়ি উঠব গিয়ে৷
সঙ্গে যেন থাকে কাজী৷
মন্তব্য করতে লগইন করুন