- একটি সেলফির অপমৃত্যু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জুলাই, ২০১৫, ০৮:৪৮:৪৫ রাত
সেলফিটা তুলেছিলাম তুমি এবং আমি
কারনটা জানো তুমি আমিও জানি।
ফেইসবুকে ভেসেছিল সেই ছবিটা
রাত জেগে লিখেছিলাম এই কবিতা।
সবাই যখন বলেছিল মানিয়েছে দারুণ
দু'জনেই বুঝে নিলাম এসে গেছে ফাগুন।
কোথা হতে এলো এক তুমুল ঝড় হাওয়া
বদলে গেল দু'জনের সব চাওয়া পাওয়া।
সেখানেই ইতি টেনে মাঝ পথে থামি
সেলফিটা তোমার হল সাথে নেই আমি।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন