- চেরাগের আঁধার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জুলাই, ২০১৫, ০১:৫০:২৮ দুপুর
প্রথম প্রেমের প্রথম শরীর প্রথম বিয়ের আগে
কেউ জানেনা কতটা প্রেম গেছে কার ভাগে।
এটাই তাদের সভ্য রীতি পশ্চিমের সংসার
শুরুর আগেই শেষ তবু বোঝাপড়া দরকার।
ভাবতে ভাবতে টলছে বুড়ো গ্লাসে বরফকুচি
ভদকায় রঙ্গিন দিন দুনিয়া ভদকায় বাড়ে রুচি।
দশ বছরের দাম্পত্য জীবন ভেঙ্গে গেছে তার
টলতে টলতে ভাবছে বুড়ো সংসারটা দরকার।
একেই বলে আধুনিক জীবন আধুনিক বিশ্ব
পশ্চিম মানে মাস্তি জীবন পশ্চিম মানে নিঃস্ব।
চেরাগের নিচে আঁধার থাকে যদিও ছড়ায় আলো
সংসার না থাকলে সমাজ টেকেনা জেনে রাখা ভালো।
বিষয়: বিবিধ
৮৪২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্ব-ধর্ম আর স্বকীয়তা হচ্ছে যে বিসর্জন
তবেই মঙ্গল সবার অন্যথা না
ধর্ম বিমুখ মানুষ গুলো
করছে পশুর আচরণ,
এক জায়গাতে মন বসেনা
ত্রিমুখী মনের বিচরন!!
মনের তরী ডুবিয়ে রাখে
লালসার ডাস্টবিনে,
মানবতা ডুকরে কাঁদে
নীরব অভিমানে।
ভালো লাগলো ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন