- চেরাগের আঁধার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জুলাই, ২০১৫, ০১:৫০:২৮ দুপুর

প্রথম প্রেমের প্রথম শরীর প্রথম বিয়ের আগে

কেউ জানেনা কতটা প্রেম গেছে কার ভাগে।

এটাই তাদের সভ্য রীতি পশ্চিমের সংসার

শুরুর আগেই শেষ তবু বোঝাপড়া দরকার।

ভাবতে ভাবতে টলছে বুড়ো গ্লাসে বরফকুচি

ভদকায় রঙ্গিন দিন দুনিয়া ভদকায় বাড়ে রুচি।

দশ বছরের দাম্পত্য জীবন ভেঙ্গে গেছে তার

টলতে টলতে ভাবছে বুড়ো সংসারটা দরকার।


একেই বলে আধুনিক জীবন আধুনিক বিশ্ব

পশ্চিম মানে মাস্তি জীবন পশ্চিম মানে নিঃস্ব।

চেরাগের নিচে আঁধার থাকে যদিও ছড়ায় আলো

সংসার না থাকলে সমাজ টেকেনা জেনে রাখা ভালো।

বিষয়: বিবিধ

৮৪২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331094
২২ জুলাই ২০১৫ দুপুর ০১:৫৫
চোথাবাজ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২২ জুলাই ২০১৫ রাত ০৯:৪৮
273409
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ লইবেন
331104
২২ জুলাই ২০১৫ দুপুর ০২:২৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বাহ Excellent Excellent Thumbs Up Thumbs Up
২২ জুলাই ২০১৫ রাত ০৯:৪৯
273410
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল
331120
২২ জুলাই ২০১৫ দুপুর ০৩:০২
অনেক পথ বাকি লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২২ জুলাই ২০১৫ রাত ০৯:৪৯
273411
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন
331152
২২ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দারুণ হয়েছে। পশ্চিমা মেকি সভ্যতার অন্তঃসার শূণ্যতা ভালভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক ধন্যবাদ,,,
২২ জুলাই ২০১৫ রাত ০৯:৪৯
273412
বাকপ্রবাস লিখেছেন : মুরুব্বি ধন্যবাদ রইল
331161
২২ জুলাই ২০১৫ রাত ০৮:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু ওদের দোষ দিয়ে কি হবে আমাদেরও এখন এই অবস্থা।
২২ জুলাই ২০১৫ রাত ০৯:৫০
273413
বাকপ্রবাস লিখেছেন : ওদের কালচার ইমপোর্ট হইতাছে
331179
২২ জুলাই ২০১৫ রাত ১০:০৮
হতভাগা লিখেছেন : পশ্চিমাদের আমরা সবাই করছি অনুসরণ
স্ব-ধর্ম আর স্বকীয়তা হচ্ছে যে বিসর্জন
২২ জুলাই ২০১৫ রাত ১০:৩০
273419
বাকপ্রবাস লিখেছেন : ভালোটা নিতে চাই মন্দটা না
তবেই মঙ্গল সবার অন্যথা না
331203
২৩ জুলাই ২০১৫ রাত ০১:৫৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
ধর্ম বিমুখ মানুষ গুলো
করছে পশুর আচরণ,
এক জায়গাতে মন বসেনা
ত্রিমুখী মনের বিচরন!!

মনের তরী ডুবিয়ে রাখে
লালসার ডাস্টবিনে,
মানবতা ডুকরে কাঁদে
নীরব অভিমানে।

ভালো লাগলো ধন্যবাদ।


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File