- কবিতা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জুলাই, ২০১৫, ১২:৫৪:৫৪ রাত
আমি তাকে ভালোবাসি সেও বাসে আমাকে
আমি তার আশায় থাকি সে হারায় পথের বাঁকে।
সে আসে কাজের ফাঁকে খুব ভোরে মাঝ রাতে
সে আসে সন্ধ্যা বেলায় নামাজের ওজুর পানির সাথে।
সে আসে চলে যায় ধরা দিতে দিতে হাওয়া
সেও বুঝে আমিও বুঝি আমাদের চাওয়া পাওয়া।
সে আসে দুঃখ পেলে কথা দিয়ে কথা না রাখার
সেই তখন বন্ধু আমার হতাশার কিংবা শান্তনার।
যখন আমি খুব সুখে রাখিনা তার খবর
তবুও সে ঘুরে যায় আঁধারে আলোর প্রহর।
জানিনা কে কি ভাবে এই প্রেম প্রেম খেলা
অসম প্রেমে তবু কাটুক জীবনের ভেলা।
বিষয়: বিবিধ
৮৫৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন