- তোমাকেই লিখি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ জুলাই, ২০১৫, ০৭:১৬:১৫ সন্ধ্যা
গদ্যে পদ্যে গ্লুকোজ গুলিয়ে
তোমাকেই লিখি আমি ফুলিয়ে ফাঁপিয়ে।
তোমাকে লিখি আমি অবসরে
তোমাকেই লিখি যখন মনে পড়ে।
তোমাকেই লিখি সুখে অসুখে
তোমাকে লিখি দুঃখ বা শোকে
ভরসায় লিখি তোমায়, লিখি হতাশায়
হেমন্তে লিখি তোমায়, লিখি বর্ষায়।
তোমাকে লিখি স্বপ্নে জাগরনে
তোমাকে লিখি কারনে অকারনে
তোমাকে লিখি লিখে লিখে কাটি
তোমাকে লিখার জন্য পেন্সিলটা ছাটি।
তোমাকে লিখি আমি তোমাকেই লিখি
এতো লিখি তবুও থাকে বাকি
ক্লান্তি আসেনা তবু এতো লেখালেখি
এটাই সম্বল যখন বন্ধ দেখাদেখি।
বিষয়: বিবিধ
৮৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন