- খুঁটিনাটি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জুলাই, ২০১৫, ০১:৩২:১৯ দুপুর
বউ এর সাঁজে ছেলেও সাঁজে
বিয়ের বাজারে
কোন শাড়িটা কেমন মানায়
দেখায় বাহারে।
আন্টি যখন দোটানায়
ঈদের বাজারে
দোকানি তাই শাড়ী পেঁচায়
নিজের গতরে।
পণ্য যখন বাজারে যায়
মানেনা আর লাজ শরম
নইলে বাজার ঝিমিয়ে যেতো
তুলতুলে আর নরম।
বিষয়: বিবিধ
৭৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রোজা রেখে বেশী হাসতে পারছিনা,
পরে কাযা করে নেবো
মন্তব্য করতে লগইন করুন