- মরার দেশে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুলাই, ২০১৫, ০৩:৪০:১৫ দুপুর
রাজন গেছে চাঁদের দেশে আসবেনা আর জানি
বলবেনা আর বাঁচার তেষ্টায় দাওনা একটু পানি।
বাবার যেদিন আয় রোজগার নেই, সে যাবেনা কাজে
মায়ের চোখে জল গড়াবে সকাল দুপুর সাঁঝে।
রাজন গেছে আসবেনা আর এমন মরার দেশে
যে দেশেতে শিশু মেরে খুনি মরে হেসে।
যে দেশেতে নাইকো বিচার জালিম জাহান্নামির
যে দেশেতে খুনি রাজা খুনি সবার আমির।
রাজন গেছে সঙ্গে গেছে মানবতার বাণী
দু'চারটা দিন লিখালিখি আর চলবে কপচানি।
মেঘের কথা মনে আছে? সে'তো আছে বেঁচে
দেখি সবাই বলুন দেখি সত্যিই মনে আছে?
বিষয়: বিবিধ
৮৯৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানবতার হত্যাকারী সন্ত্রাসী খুনি চক্র
আর হেরেছে
রাজনের মত নাবালক মজলুম সন্তানেরা।
রাজন গেছে যাকনা ভাই কান্না কেন মিছে
এমন জুলুম হরহামেশাই হচ্ছে বাংলাদেশে।
বলবেনা আর বাঁচার তেষ্টায় দাওনা একটু পানি।
বিশ্বজীতও গেছে চলে তাও আমরা জানি৷
জাতির বিবেক লোপ পেয়েছেে সেও গেছে চলে,
কানার কাছে কেঁদে শুধুই চক্ষু ভাঁসাই জলে৷
এলোমেলো করে দে মা
ঢিঁচক্যাও ঢিঁচক্যাও
লুটে পুটে খাই
মন্তব্য করতে লগইন করুন