- মরার দেশে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুলাই, ২০১৫, ০৩:৪০:১৫ দুপুর



রাজন গেছে চাঁদের দেশে আসবেনা আর জানি

বলবেনা আর বাঁচার তেষ্টায় দাওনা একটু পানি।

বাবার যেদিন আয় রোজগার নেই, সে যাবেনা কাজে

মায়ের চোখে জল গড়াবে সকাল দুপুর সাঁঝে।

রাজন গেছে আসবেনা আর এমন মরার দেশে

যে দেশেতে শিশু মেরে খুনি মরে হেসে।

যে দেশেতে নাইকো বিচার জালিম জাহান্নামির

যে দেশেতে খুনি রাজা খুনি সবার আমির।


রাজন গেছে সঙ্গে গেছে মানবতার বাণী

দু'চারটা দিন লিখালিখি আর চলবে কপচানি।

মেঘের কথা মনে আছে? সে'তো আছে বেঁচে

দেখি সবাই বলুন দেখি সত্যিই মনে আছে?

বিষয়: বিবিধ

৮৯৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329779
১৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৬
প্রবাসী যাযাবর লিখেছেন : জিতেছে
মানবতার হত্যাকারী সন্ত্রাসী খুনি চক্র
আর হেরেছে
রাজনের মত নাবালক মজলুম সন্তানেরা।
329782
১৩ জুলাই ২০১৫ বিকাল ০৪:২২
প্যারিস থেকে আমি লিখেছেন :
রাজন গেছে যাকনা ভাই কান্না কেন মিছে
এমন জুলুম হরহামেশাই হচ্ছে বাংলাদেশে।
329783
১৩ জুলাই ২০১৫ বিকাল ০৪:২৪
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : রাজন গেছে চাঁদের দেশে আসবেনা আর জানি
বলবেনা আর বাঁচার তেষ্টায় দাওনা একটু পানি।
329784
১৩ জুলাই ২০১৫ বিকাল ০৪:২৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কষ্টে চোখের পানি ধরে রাখা মুশকিল Sad Sad
329799
১৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
ছালসাবিল লিখেছেন : মনে আছে Worried
329808
১৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
শেখের পোলা লিখেছেন : রাজন গেছে সজনেরা ফেলছে চোখের পানি,
বিশ্বজীতও গেছে চলে তাও আমরা জানি৷
জাতির বিবেক লোপ পেয়েছেে সেও গেছে চলে,
কানার কাছে কেঁদে শুধুই চক্ষু ভাঁসাই জলে৷
329853
১৪ জুলাই ২০১৫ রাত ০২:০৪
বৃত্তের বাইরে লিখেছেন : প্রতিবাদ যেন শুধু মিডিয়ায় বা লেখালেখির মাধ্যমে দুঃখ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থাকে । দেশে এবং প্রবাসে সবার প্রতি অনুরোধ রইলো সোশাল মিডিয়ায় প্রতিবাদের মাধ্যমে তারা যেন দায়ীদের দ্রুত বিচার কাজ সম্পন্ন করার জন্য সহযোগীতা করেন। অন্তত কোনো নেতা, রাজনীতিবিদরা যেন এ নিয়ে নোংরা রাজনীতি করার সুযোগ না পায়। ধন্যবাদ আপনাকে

329935
১৪ জুলাই ২০১৫ দুপুর ০২:৩৯
হতভাগা লিখেছেন : ঢিঁচক্যাও ঢিঁচক্যাও

এলোমেলো করে দে মা

ঢিঁচক্যাও ঢিঁচক্যাও

লুটে পুটে খাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File