- কান কথা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুলাই, ২০১৫, ০২:০৩:৩৪ দুপুর
রাগের মাথায় ভাবল বাঘ ধরলে এবার ছাড়ছিনা
কিছু একটা না করলে রাগ কমাতে পারছিনা।
ঘাড়টা ধরে মটকে দেব আসুক এবার দেখি
কাজ হবেনা কান্না কাটি জানি সবই মেকি।
আনলো খবর শেয়াল মশায় শুনছো নাকি মামা
রাজা তোমায় মানবেনা কেউ চলছে শপথ নামা।
আসার পথে দেখে এলাম অশথ গাছের তলে
চলছে মিটিং সিটিং সবাই আসছে দলে দলে।
এমন কথা শুনলে কি আর যায় কি থাকা ঘুমে
হুংকারে তাই উঠল কেঁপে সারা বনের কোনে।
ছুটলো সবাই যে যার মতো হাতে নিয়ে প্রাণটা
জানা সবার কার কথায় হয়েছে ভারী কানট।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া, পেচা নিয়ে একটি কবিতা লিখুন
মন্তব্য করতে লগইন করুন