- কচাল ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ জুলাই, ২০১৫, ০৩:১৫:২৮ দুপুর
লেবু কচলালে হয় তিতা
অতি কচলালে ভেগে যাবে
রীতা মিতা গীতা।
চোখ কচলালে হয় লাল
মরিচ কচলালে
বেড়ে যায় ঝাল।
চিপায় কচলায় গুরু
কচলানি শেষ হলে
জ্বালা-পোড়া শুরু।
হাত কচলায় মদন
ঠিক আছে দেখা যাবে
বলে মহাজন।
আলু কচলানিতে ভর্তা
ডালে ভাতে ছোপছোপ
পেট বোলায় কর্তা।
কচলানির আছে ধরন
ভালো মন্দ বুঝে তবে
কচলানো প্রয়োজন।
বিষয়: বিবিধ
৮৩৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো মন্দ বুঝে তবে
কচলানো প্রয়োজন।
আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
মন্তব্য করতে লগইন করুন