- পিরীত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ জুলাই, ২০১৫, ০৪:৪১:১৫ বিকাল
অমিয় ঘোষ নির্দোষ ফেলানীরা ঝুলবেই
কাটাতারে জড়িয়ে প্রেম তবু চলবেই।
হাবীবদের কাপড় খুলে বন্দুকের আঘাতে
পিরিতী চলবেই টলবেনা বেঘাতে।
আয় দাদা আয় দি পদ্মার ইলিশে
হাত পাখা ঘুরিয়ে পিঠে তেল মালিশে।
প্রেমে যখন পড়েছি হোক যত বদনাম
লেটে নে চেটে নে আছে যত বদ কাম।
বলাবলি যত হোক লিখালিখি পত্রিকায়
টকশো হয়ে যাক কার কি আসে যায়!
তুমি আর আমি শুধু নাই কোন যদি টা
দেহ মন সবই পাবি চাই শুধু গদি টা।
(ক্ষমা চাইছি বন্ধুদের কাছে, এটা একটা রাষ্ট্রীয় পলিটিক্যাল ছড়া, আশা করি আমাদের ব্যাক্তিগত বন্ধুতায় চিড় ধরবেনা কোন কালে, আমরা হাতে হাত রেখে রাষ্ট্রের এসব অসংগতি গুলোর উত্তরন চাই)
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পদলেহী পররাষ্ট্রনীতি করলো সব শেষ।
ভারতের রাডারে
মন্তব্য করতে লগইন করুন