পাগলা মলম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ জুলাই, ২০১৫, ০৩:৫৫:৫১ রাত



চুলকায় ভাই চুলকায়

চুলকানির শেষ নাই।

হাতে চুলকায়, পায়ে চুলকায়

মাথা চুলকাইয়া চুল নাই।

ডানে চুলকায়, বামে চুলকায়

লতি খাইলে গলা চুলকায়

লেবু খাইলে কম চুলকায়

চুলকানির শেষ নাই।


কানের কোনে বউ চুলকায়

পোলা চুলকায়, মাইয়া চুলকায়

কথায় কথায় ডিমান্ড চুলকায়

যোগান কোথা পায়!

বাজার গেলে দাম চুলকায়

অপিষ টেবিল ফাইল চুলকায়

দেখলে টিভি সিরিয়াল চুলকায়

সংসার ভাংগে পরকিয়ার ঠেলায়।


আর চিন্তা নাই এসে গেছে ভাই

হাত বাড়ালেই পাওয়া যায়

পাগলা মলম থাকতে দেশে

চিন্তা কিসের ভাই।

বিষয়: বিবিধ

২২৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328450
০৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার ছাগলাদ্য ঘৃত দরকার!!
০৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫২
270701
বাকপ্রবাস লিখেছেন : কি ভাজবেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File