- ঈদ মানে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জুন, ২০১৫, ০৩:৩৩:৩৭ দুপুর
গরীবের ঈদ মানে ছেড়া জামা জুতো নেই
ধনীদের ঈদ আসে কেনাকাটার শেষ নেই।
মধ্যবিত্তের ঘুরে মাথা প্রত্যাশার দাম নেই
নেই নেই নেই কেন জবাবটা জানা নেই।
ঈদ মানে কেনাকাটা মার্কেটে বাড়ে দাম
দেখে দেখে সুখ পায় গরীবের ঝরে ঘাম
পার্লারে ঘষেমেজে ম্যামরা তুলে চাম
ঈদ মানে কোলাকোলি যদু মধু রাম শাম।
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুবই ধন্যবাদ জানবেন এবং ঈদ এর অগ্রীম শুভেচ্ছা রইল
মন্তব্য করতে লগইন করুন