- বর্ষায় ঢাকা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জুন, ২০১৫, ১০:০৫:৩৫ রাত
ঢাকা শহর আজব শহর হয়ে উঠে বর্ষায়
কেহ ভাসে নৌকাতে আর কেহ আবার রিকশায়।
ডিজিটাল যুগ ভাইরে তাইরে নাইরে ডিজিটাল যুগ
ইজিতাল ছন্দে আহ্ কি আনন্দে ভাসে দূর্ভোগ।
গিন্নী গাল ফুলে বেনীটা হাফ ঝুলে বাজারে
জল মল কোমরে মারে ঢেউ সজোরে বাহারে!
অপিষটা লেট করে ঢুকি মাথা হেঁট করে হায়!
স্কুল গেট ধরে ছেলেটা জেদ করে ভিজতে চায়।
বর্ষায় ঢাকা তাই রূপটা বদলে যায় চেনা দায়
বলি যতো হায় হায় কিংবা দূরছাই শুনার লোক নাই
আমরাইতো গড়ি নগর ভগর ভগর অনিয়ম
বর্ষায় ঢাকা তায় বদলে হয়ে যায় আজব এক যম।
বিষয়: বিবিধ
৮৬৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুইধারে বাড়িগুলো রং তার সাদা।
নৌকা আর গাড়িগুলো চলে পাশাপাশি,
উন্নয়নের জোয়ার দেখে পায় শুধু হাসি!!!
অ্ফিস লেটের কারণ এই দেখুন..
মন্তব্য করতে লগইন করুন