- বর্ষায় ঢাকা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জুন, ২০১৫, ১০:০৫:৩৫ রাত



ঢাকা শহর আজব শহর হয়ে উঠে বর্ষায়

কেহ ভাসে নৌকাতে আর কেহ আবার রিকশায়।

ডিজিটাল যুগ ভাইরে তাইরে নাইরে ডিজিটাল যুগ

ইজিতাল ছন্দে আহ্ কি আনন্দে ভাসে দূর্ভোগ।

গিন্নী গাল ফুলে বেনীটা হাফ ঝুলে বাজারে

জল মল কোমরে মারে ঢেউ সজোরে বাহারে!

অপিষটা লেট করে ঢুকি মাথা হেঁট করে হায়!

স্কুল গেট ধরে ছেলেটা জেদ করে ভিজতে চায়।


বর্ষায় ঢাকা তাই রূপটা বদলে যায় চেনা দায়

বলি যতো হায় হায় কিংবা দূরছাই শুনার লোক নাই

আমরাইতো গড়ি নগর ভগর ভগর অনিয়ম

বর্ষায় ঢাকা তায় বদলে হয়ে যায় আজব এক যম।

বিষয়: বিবিধ

৮৬৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326485
১৭ জুন ২০১৫ রাত ১০:১০
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
২২ জুন ২০১৫ রাত ১১:২৫
269368
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ রইল
326492
১৭ জুন ২০১৫ রাত ১০:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Happy) Happy) Happy) Happy) Happy) Happy) Happy)
২২ জুন ২০১৫ রাত ১১:২৫
269369
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
326519
১৮ জুন ২০১৫ রাত ০১:৩২
নূর আল আমিন লিখেছেন : জয় বাংলা
২২ জুন ২০১৫ রাত ১১:২৫
269370
বাকপ্রবাস লিখেছেন : মওকা শামলা
326560
১৮ জুন ২০১৫ সকাল ১১:২৭
নেহায়েৎ লিখেছেন : টলমল করে পানি কোথা নাই কাদা,
দুইধারে বাড়িগুলো রং তার সাদা।
নৌকা আর গাড়িগুলো চলে পাশাপাশি,
উন্নয়নের জোয়ার দেখে পায় শুধু হাসি!!!
২২ জুন ২০১৫ রাত ১১:২৫
269371
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা ফাটাফাটি
326571
১৮ জুন ২০১৫ সকাল ১১:৫৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অপিষটা লেট করে ঢুকি মাথা হেঁট করে হায়!
অ্ফিস লেটের কারণ এই দেখুন..
২২ জুন ২০১৫ রাত ১১:২৬
269372
বাকপ্রবাস লিখেছেন : আগে বুঝিনাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File