- লিমেরিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জুন, ২০১৫, ০৭:১১:২৬ সন্ধ্যা
১.
প্যাকেটে লিখা থাকে বিষ পান
বখাটে সুবোধ সবাইতো মারে টান
ধোয়া ধোয়া
খোয়া খোয়া
প্রিয়ার টানে পরান করে আনচান।
২.
তোমার হাতের ছোঁয়া পেলে ভরে আমার দিল যে
যতই তুমি শাসন করে পিঠে লাগাও কিল যে
তোমার আমি
আমার তুমি
পৃথিবীতে মায়ের মতো হয়না কিছুর মিল যে।
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন