- নেতা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জুন, ২০১৫, ০২:০২:২৫ দুপুর
দেশটা যে ভাই সবার আগে ভাষণ করেন নেতা
দেশের ভালো হলেই তবে হবে সবার জেতা।
বলতে বলতে চোখটা মোছেন রুমালটা যায় ভিজে
দশের জন্য দেশের জন্য নেতার দরদ কি-যে!
কপাল মোদের কোন সে দেশে এমন নেতা জোটে
ব্যালটে তাই বাকসো পুরে জিতেন নেতা ভোটে।
দু'দিন যেতেই এদিক সেদিক স্বপ্ন যে যায় টুটে
নেতা বিভোর আখের গোছান দেশটা লুটে পুটে।
বিষয়: বিবিধ
৮৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনার লেখার হাত আরও ভাল করুন।
মন্তব্য করতে লগইন করুন