- মেট্রো শহর রাতের শহর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুন, ২০১৫, ১১:৪৭:০৫ সকাল
রাত্রি হলে আসর জমে
বাসর জমে জনে জনে
মেট্রো শহরে রাত আধাঁরে
জমে উঠে পুরো দমে্
দিনের আলোয় যায়না বুঝা
কোনটা আসল কোনটা খোজা
মুখোষ পরে আছে বসে
মানুষ বুঝা নয়তো সোজা।
মেট্রো শহর রূপ মহলে
বদলায় রূপ সন্ধ্যা হলে
নর নারী ভেদ ভুলে যায়
বরফ কুচির কড়া জলে।
মেট্রো শহর দিনে অন্ধ
জায়না বুঝা ভালো মন্দ
রাত্রি হলেই আসল রূপে
ফোটে সে ছড়ায় গন্ধ।
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন