- পাশের দেশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ জুন, ২০১৫, ১১:২২:২৮ সকাল
পাশের দেশ মায়ানমার
নেই আলো খুব আঁধার।
চলছে নিধন বাংগালী
পোড়া লাশের অঞ্জলি।
পাশের দেশ মায়ানমার
নাফ নদীর ঢেউ তোলপাড়।
ভাসছে জোয়ান নারী শিশু
কেউ দেখেনা গৌতম যিশু।
পাশের দেশ মায়ানমার
নেই আলো খুব আঁধার।
তলোয়ারে দিচ্ছে শান
কাটলে পূণ্য মুসলমান।
বিষয়: বিবিধ
৮৪৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে হযরত আলী (রা) এর উত্তরসূরিরা, তোমরা শুধু একবার হুংকার দিয়ে উঠো....আর ঘুমিয়ে থেকো না।
মন্তব্য করতে লগইন করুন