- মোচড় (অণুগল্প)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ জুন, ২০১৫, ০৮:৫৯:১৪ রাত
অণুগল্পটা শেষ করে আর একবার পড়ে নিল সোহাগ।
না এটাকে অণুগল্প বলা চলেনা, বড়জোর গল্প বলা চলে। অণুগল্পের ধরণটা একটু অন্যরকম। তাই নানান কসরত করছিল কি করে এটাকে অণুগল্প বানানো যায়।
গল্প শেষে একটা মোচড়ানি দিতে পারলে হয়ে যেতো, কিন্তু মাথায় আসছেনা সেটা কি করে দেবে।
অবশেষে মোচড়টা যখন আসল, খাতা কলম ফেলে দৌঁড়। দরজার হুকটা লাগানোর সময় পেলনা আর।
নাবিলার চোখ পড়ার আগে পা পড়েছিল, হাসতে হাসতে দরজাটা বাহির থেকেই আঁটকে দিল।
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু ভাই পুরো গল্পটা মাথার উপর দিয়ে গেল। বুঝেন তো শিক্ষা দীক্ষা কম আর কি
এখানেও এমটা করার জন্য চেষ্টা কিন্তু মোচড়টা আসলো দেহে, পেটে।
দৌড়ে টয়লেটে.....
আর নাবিলা আনমনে ঢুকলো তারপর দেখলো কান্ড
হাসতে হাসতে বাহির থেকে ছিপকানি দিলো যাতে অন্যকেউ ঢুকে না যায়
মন্তব্য করতে লগইন করুন