- অন্তপুরের ঝড় তুফান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ মে, ২০১৫, ১২:৪৯:৪৬ দুপুর
তোর জন্য রাত দুপুর
পুড়ছে আমার অন্তপুর
উষ্ণতার ছোয়া লাগছে নাকি তোর মনে
তোর জন্য অচিন পুর
ঘুরে ঘুরে লাগছে ঘোর
অবাধ্যতার মনটা যেন বাঁধা তোর সনে।
থেকে থেকে ভাসছে চোখে
ধুকে ধুকে কাঁপছে বুকে
হাত দিয়ে দেখতে যদি একটিবার ছুঁইয়ে
ঝড়ো হাওয়ায় শীর্ণ লতা
আশ্রয় খুঁজে একলা একা
দিবি নাকি মনটা তোর একে একে দুইয়ে!
বিষয়: বিবিধ
৮৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন