- ভ্রম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ মে, ২০১৫, ০২:০৬:০৮ দুপুর
স্বপ্নে আসো তুমি
হাঁটু জলে নামি
খেলে অন্তর্যামি। ![]()
ভেঙ্গে যায় ঘুম
কাটে ঘোর উম
নেই জ্যোৎস্নার চুম।![]()
জেগে উঠে হায়!
স্বপ্নেরা আর নাই
সবই চলে যায়।
১৮.০৫.২০১৫/১১.০০
বিষয়: বিবিধ
৮৩৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন