ভাদ্র মাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ মে, ২০১৫, ০২:২৯:০৪ রাত
মা আমার সেন্ডেল....
কথা শেষ না হতেই গালে চড় পড়ে গেল শুভ'র।
তোকে না বলেছি নতুন সেন্ডেল পরে খেলতে যাবার প্রয়োজন নেই, গতকাল কিনে দিয়েছি আজকে না পরতেই হারিয়ে আসছে।
চড়টা খেয়ে মাথা ঘুরছে শুভ'র, কাঁদো কাদো কন্ঠে বলল একটা আছে অন্যটা পাচ্ছিনা 'মা'।
কি বললি! একটা আছে অন্যটা পাওয়া যাচ্ছেনা এর মানে কি?
মিন্টুদের বাসায় গিয়েছিলাম কেরাম খেলতে, মিন্টুরাতো বাসায় সেন্ডেল নিয়ে ঢুকতে দেয়না, খেলা শেষে দেখি একটা সেন্ডেল নেই।
তুই আবার গেছিস মিন্টুর সাথে খেলতে? তোকে না বারন করেছি পাঁজি ছেলেটার সাথে না খেলতে! আদর করে করে ছেলেটাকে গুন্ডা বানাচ্ছে, রোদে শুকাতে দেয়া আমার আচার এর বৈয়াম চুরি করে খেয়ে অর্ধেক করে রেখেছে গুন্ডাটা, হাতেনাতে ধরতে পারলে দেখাতাম মজাটা। আয় আমার সাথে বলে কান ধরে হেঁচকা টান। মায়ের পিছু পিছু চলল শুভ, মিন্টুদের বাসার সামনে গিয়ে স্থিতি।
কোথায় গুন্ডাটা! আমার ছেলের সেন্ডেল কি করেছে? এখখুনি বের করে দে শয়তান!
মিন্টুর মা বের হয়ে আসে ঘর থেকে, " কি হয়েছে এভাবে চেচাচ্ছেন কেনো?"
চেচাবোনা! আমার ছেলের সেন্ডেল গুজিয়ে রেখেছে আপনার গুণধর ছেলে, এখখুনি বের করে দিতে বলুন।
আশে পাশে কোথাও আছে হয়তো, ছেলেরা খেলতে গিয়ে হয়তো কোথাও ভুলে ফেলে এসেছে, আমার মিন্টু সেন্ডেল চুরি করতে যাবে কেন শুধু শুধু, আপনি এমন উত্তেজিত হবেননা, দাঁড়ান আমি ওকে জিজ্ঞেস করে দেখছি সে নিয়েছে কি'না।
মিন্টুর মা ঘরে ঢুকলো মিন্টুকে জিজ্ঞেস করবে বলে এমনই সময় শুভ বলে উঠলো মা দেখো দেখো.....
রাস্তার মাদি কুকুরটা মুখে সেন্ডেল নিয়ে দৌঁড়ছিল তার পেছন পেছন মতিনদের পোশা কালো কুকুরটাও।
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন