- ঠিকানা বদল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ মে, ২০১৫, ১০:১৮:১৮ রাত
আসবে বলে সেই যে গেছে
আর তো সে আসেনি
ঠাঁই দাঁড়িয়ে বাস ষ্ট্যান্ড
সে'তো আর নামেনি।
ভেবেছিলাম ভুলে গেছে
আরতো মনে পড়েনি
আমি কেবল আকাশ দেখি
আর বিজলির চমকানি।
সে বলেছে আসবে আবার
আসেনি সে আসেনি
একটা প্রশ্ন মনের ভেতর
তোলপাড় করে থামেনি।
কোথায় গেছে কি হয়েছে
আজও আমি বুঝিনি
যেতে যেতে বছর গেছে
আশা তবু ছাড়িনি।
বাস ষ্ট্যান্ড থামলো গাড়ি
উঠলো সবাই নামেনি
আটকে গেলো চোখ আমার
সেই দৃশ্যটা ভুলিনি।
বদলে গেছে মন ঠিকানা
বুঝিনি আমি বুঝিনি
হাতের পরে হাতটা রেখে!
ছাড়লো গাড়ি থামেনি।
১৫.০৫.২০১৫/১৯.০৪
বিষয়: বিবিধ
৮৩৫ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন