- ঠিকানা বদল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ মে, ২০১৫, ১০:১৮:১৮ রাত

আসবে বলে সেই যে গেছে

আর তো সে আসেনি

ঠাঁই দাঁড়িয়ে বাস ষ্ট্যান্ড

সে'তো আর নামেনি।

ভেবেছিলাম ভুলে গেছে

আরতো মনে পড়েনি

আমি কেবল আকাশ দেখি

আর বিজলির চমকানি।

সে বলেছে আসবে আবার

আসেনি সে আসেনি

একটা প্রশ্ন মনের ভেতর

তোলপাড় করে থামেনি।

কোথায় গেছে কি হয়েছে

আজও আমি বুঝিনি

যেতে যেতে বছর গেছে

আশা তবু ছাড়িনি।

বাস ষ্ট্যান্ড থামলো গাড়ি

উঠলো সবাই নামেনি

আটকে গেলো চোখ আমার

সেই দৃশ্যটা ভুলিনি।

বদলে গেছে মন ঠিকানা

বুঝিনি আমি বুঝিনি

হাতের পরে হাতটা রেখে!

ছাড়লো গাড়ি থামেনি।

১৫.০৫.২০১৫/১৯.০৪

বিষয়: বিবিধ

৭৭১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320241
১৫ মে ২০১৫ রাত ১০:২২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
320243
১৫ মে ২০১৫ রাত ১০:৩২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : যেতে চাইলে কাউকে ধরে রাখা যায়না, সুতরাং যেতে দিন।
320266
১৬ মে ২০১৫ রাত ১২:২৭
আব্দুল গাফফার লিখেছেন : দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File