নির্বাসনে নির্বাচন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ মে, ২০১৫, ০১:৫২:৪০ দুপুর
সকাল বেলা বাকসো ছিলো খালি
দুপুর বেলা খাচ্ছিলো জোড়া তালি।
বিকাল বেলা বাকসো পুরে শেষ
লাগাও তালি আহা বেশ বেশ বেশ।
?
সন্ধ্যা বেলা ভোট গণনা শুরু
বসল চেলা চামুন্ডু আর গুরু।
গুণতে গুণতে হয়না তবু শেষ
লাগাও তালি আহা বেশ বেশ বেশ।
রাত গভীরে ফলাফলের খেলা
জিতল সবাই খাইনি কেউ ঠেলা।
যা হবার তাই হলো জানতো পুরো দেশ
লাগাও তালি আহা বেশ বেশ বেশ।
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন