ক্লেরিহিউ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ মে, ২০১৫, ১০:০২:১২ রাত
# ক্লেরিহিউ - ১
Shankar Debnath লিখে রোজ ছড়া
কান্ডটা দেখে তার চোখ ছানাবড়া!
মোরগের মাথাটা মহিষের পাছায়
ছন্দের মিল দিয়ে কলমটা নাচায়।
# ক্লেরিহিউ - ২
পরীক্ষার আগের রাতে শাহ আলম বাদশা
কিছুই আর দেখেনা লাগে সব ঝাপসা।
ছাতাটার শিক নেই ঝড়োহাওয়া তোলপাড়
পরীক্ষাটা দিলনা দেখা যাবে নেক্সটবার।
ক্লেরিহিউ - ৩
পিক করে পান ছুড়ে মিষ্টার কামরুল
তারপর মুড়িয়ে ছুড়ে দেয় গাল গুল।
গোটা দুই রুই মাছ বাজারের থলেতে
ভুত এসে কেড়ে নেয় মারে চড় গালেতে।
# ক্লেরিহিউ - ৪
ওভার ট্রাম করে মানিক
এদিক ওদিক তাকায় খানিক
ঘাড়ের উপর ঝাপটাবাজ
ছো মেরে মহারাজ!
- এসএমএস কাব্য
তুমি যখন দূরে
কি'যে আমার হয়
ভালো যে লাগেনা
কাটেনা সময়।
তুমি যখন কাছে
কি'যে আমার হয়
রিখটার স্ক্যালে
ভূমিকম্প ছয়।
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি যখন কাছে
কি'যে আমার হয়
রিখটার স্ক্যালে
ভূমিকম্প ছয়।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন