- ব্যবধান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মে, ২০১৫, ০৭:০৪:২৯ সন্ধ্যা
তোমরা থাকো দালান কোঠায়
আমরা বস্তিতে
আমরা থাকি ঝুট ঝামেলায়
তোমরা স্বস্তিতে।
তোমাদের নেই টাকার অভাব
উপোষ থাকার ভয়
শংকায় মোদের থাকার স্বভাব
কখন কি'যে হয়!
তোমরা কেবল উর্ধ্বমুখী
তাকাওনা নিচে
আমরা কেবল সূর্যমুখী
জীবনটায় মিছে।
ধনী গরিব ব্যবধানের
হয়না সমতা
খোদা তোমার অবদানের
বিধুর মমতা।
০৩.০৫.২০১৫/১৫.৫০
বিষয়: বিবিধ
৯৩৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিনি নির্দোষ,
অসংগতি করল মানুষ,
এটাই আফসোষ৷
আদম যখন ধরায় এলেন,
দেননি খোদা লিখে,
এ টুক শুধু তোমার জমি,
মানচিত্র এঁকে৷
সব সম্পদ মানুষ পাবে,
এটাই তিনি চান,
সামন্ত রাজ আর জমিদারে,
করল খান খান৷
কয়েক জনে রাজা হল,
বঞ্চিত সব প্রজা৷
মরার পরে হিসাব দিতে,
টের পাবে সব মজা৷
এতো কাব্য কই পান!
অনেক ক্ষমতা
আমাদের হৃদয় জুড়ে আছে
অপার মমতা।
সুন্দর কমেন্ট এর জন্য
মন্তব্য করতে লগইন করুন