- ব্যবধান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মে, ২০১৫, ০৭:০৪:২৯ সন্ধ্যা



তোমরা থাকো দালান কোঠায়

আমরা বস্তিতে

আমরা থাকি ঝুট ঝামেলায়

তোমরা স্বস্তিতে।

তোমাদের নেই টাকার অভাব

উপোষ থাকার ভয়

শংকায় মোদের থাকার স্বভাব

কখন কি'যে হয়!


তোমরা কেবল উর্ধ্বমুখী

তাকাওনা নিচে

আমরা কেবল সূর্যমুখী

জীবনটায় মিছে।

ধনী গরিব ব্যবধানের

হয়না সমতা

খোদা তোমার অবদানের

বিধুর মমতা।


০৩.০৫.২০১৫/১৫.৫০

বিষয়: বিবিধ

৮৭১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317919
০৩ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
শেখের পোলা লিখেছেন : খোদার কোন দোষ নাই ভাই
তিনি নির্দোষ,
অসংগতি করল মানুষ,
এটাই আফসোষ৷
আদম যখন ধরায় এলেন,
দেননি খোদা লিখে,
এ টুক শুধু তোমার জমি,
মানচিত্র এঁকে৷
সব সম্পদ মানুষ পাবে,
এটাই তিনি চান,
সামন্ত রাজ আর জমিদারে,
করল খান খান৷
কয়েক জনে রাজা হল,
বঞ্চিত সব প্রজা৷
মরার পরে হিসাব দিতে,
টের পাবে সব মজা৷
০৫ মে ২০১৫ রাত ০২:০৪
259460
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ ভাইযান
এতো কাব্য কই পান!
০৫ মে ২০১৫ রাত ০৩:০৪
259481
শেখের পোলা লিখেছেন : কবিদের কাব্য পড়লে আপনিই মাথায় আসে৷ অন্য সময় আসেনা৷ ধন্যবাদ
০৫ মে ২০১৫ রাত ০৩:৫২
259484
বাকপ্রবাস লিখেছেন : Tongue Surprised Rolling on the Floor
317920
০৩ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ মে ২০১৫ রাত ০২:০৪
259461
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল কিন্তু
317942
০৩ মে ২০১৫ রাত ১০:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনি থাকেন কোথায়????
০৫ মে ২০১৫ রাত ০২:০৪
259462
বাকপ্রবাস লিখেছেন : হাচাইতো হেইডাতো ভাবিনাই
317971
০৩ মে ২০১৫ রাত ১১:৫৭
আব্দুল গাফফার লিখেছেন : এদের জন্য খুব মায়া হয় Sad Sad সুন্দর লেখেছেন দাদা Good Luck Good Luck Good Luck
০৫ মে ২০১৫ রাত ০২:০৫
259463
বাকপ্রবাস লিখেছেন : আপনাকে খুব করে ধন্যবাদ
317992
০৪ মে ২০১৫ রাত ০২:০৯
আবু জারীর লিখেছেন : তোমাদের হাতে দিয়েছেন আল্লাহ
অনেক ক্ষমতা
আমাদের হৃদয় জুড়ে আছে
অপার মমতা।
০৫ মে ২০১৫ রাত ০২:০৫
259464
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ ভাইযান
সুন্দর কমেন্ট এর জন্য
318016
০৪ মে ২০১৫ সকাল ১০:১১
০৫ মে ২০১৫ রাত ০২:১০
259466
বাকপ্রবাস লিখেছেন : খুব সুন্দর গান, কন্ঠ । তবে ভিডিওতে কন্ঠ আর ঠোট মেলানোর ভংগিমাটা মিল হয়নি, বুঝা যাচ্ছিলো এটা অন্যকারো কন্ঠ, সুরটাতে যে টানটা দিলো সেটাও একটু বেখাপ্পা লাগলো, তবে একটা অসাধারণ গান এবং কণ্ঠ
318189
০৫ মে ২০১৫ রাত ১২:৫৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।ভালো লাগলো অনেক ধন্যবাদ ......
০৫ মে ২০১৫ রাত ০২:০৬
259465
বাকপ্রবাস লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ভাইযান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File