- হবি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মে, ২০১৫, ০২:১৩:১০ দুপুর
হবি আমার কবি হবো
লিখবো যতো ছড়া
অন্ত মিলে জড়িয়ে রবো
ছন্দ রসের ঘড়া।
পড়বে সবে বলবে দেখো
ছড়া কেমন মিষ্টি
টিনের চালে জড়িয়ে থেকো
ছন্দ তালের বৃষ্টি।
স্বপ্ন আমার গেল ছুটে
লিখতে যখন বসি
কাগজ কলম যাচ্ছে টুটে
চলছে ঘষা ঘষি।
০৩.০৫.২০১৫/১১.০০
বিষয়: বিবিধ
৮৫৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘষি কলম দিইয়া
হবেন একদিন কবি
বৌ বাচ্চারা ডাকবে তখন
নজরুল কিংবা রবি।
সেই আশা নাই
এমনি লিখতে চাই
মন্তব্য করতে লগইন করুন