- হবি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মে, ২০১৫, ০২:১৩:১০ দুপুর



হবি আমার কবি হবো

লিখবো যতো ছড়া

অন্ত মিলে জড়িয়ে রবো

ছন্দ রসের ঘড়া।

পড়বে সবে বলবে দেখো

ছড়া কেমন মিষ্টি

টিনের চালে জড়িয়ে থেকো

ছন্দ তালের বৃষ্টি।


স্বপ্ন আমার গেল ছুটে

লিখতে যখন বসি

কাগজ কলম যাচ্ছে টুটে

চলছে ঘষা ঘষি।

০৩.০৫.২০১৫/১১.০০

বিষয়: বিবিধ

৮৫৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317883
০৩ মে ২০১৫ দুপুর ০২:৩৬
হতভাগা লিখেছেন : কবিরা এখন পিসি ব্যবহার করে , ব্যবহার করে ল্যাপটপের কি বোর্ডকে কলম হিসেবে ।
০৫ মে ২০১৫ রাত ০১:৪৪
259452
বাকপ্রবাস লিখেছেন : আমি যখন ছন্দ মিলাই তখন কাগজে কলম দাক টেনে টেনে গুনি সামটাইম
317886
০৩ মে ২০১৫ দুপুর ০২:৫৫
মেঘবালক লিখেছেন : জোস হইছে।
০৫ মে ২০১৫ রাত ০১:৪৫
259453
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল কিন্তু
317890
০৩ মে ২০১৫ দুপুর ০৩:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবির হবি বাদ দিয়া চেতনা ব্যাবসা ধরেন!
০৫ মে ২০১৫ রাত ০১:৪৫
259454
বাকপ্রবাস লিখেছেন : বুদ্ধি খ্রাপনা
317908
০৩ মে ২০১৫ বিকাল ০৫:৫২
অনেক পথ বাকি লিখেছেন : চমেৎকার চমেৎকার Thumbs Up
০৫ মে ২০১৫ রাত ০১:৫২
259456
বাকপ্রবাস লিখেছেন : কুপ করে দন্যবাদ রইল কিন্তু
317909
০৩ মে ২০১৫ বিকাল ০৫:৫৭
জোনাকি লিখেছেন : Thumbs Up
০৫ মে ২০১৫ রাত ০১:৫২
259457
বাকপ্রবাস লিখেছেন : জোনাকিবু, ধন্যবাদ রইল কিন্তু
317928
০৩ মে ২০১৫ রাত ০৮:১২
আবু আশফাক লিখেছেন : কী-বোর্ড ঘষাঘষি!!
০৫ মে ২০১৫ রাত ০১:৫৩
259458
বাকপ্রবাস লিখেছেন : কিবোর্ড খাইয়া
ঘষি কলম দিইয়া
317989
০৪ মে ২০১৫ রাত ০১:৫৮
আবু জারীর লিখেছেন : ঘষা ঘষি করতে করতে
হবেন একদিন কবি
বৌ বাচ্চারা ডাকবে তখন
নজরুল কিংবা রবি।
০৫ মে ২০১৫ রাত ০১:৫৩
259459
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
সেই আশা নাই
এমনি লিখতে চাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File