- আজব দেশের গজব ভোট

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ এপ্রিল, ২০১৫, ০৬:২৪:১৮ সন্ধ্যা

ভোট যদি দিতে চাও দিতে পারো তবে

সেবাটা দিতে চাই নিতে তবে হবে।

ঠিক আছে ঠিক আছে তোমাকেইতো দেবো

সেবাটা সময়ে বুঝে শুনে নেবো।

আমাকেই দেবে যখন বাড়ি চলে যাও

কেন মিছে লাইন ধরে ভোট দিতে চাও!

প্রথমবার ভোটার হলাম দিতে মন চায় যে

তোমাকেই দেবো ভোট সবার সেরা ভাই যে।

এই নাও ব্যালট পেপার মারা আছে সীলটা

ইচ্ছে যতো ভোট দাও ভরাও এবার দিলটা।

ভোটতো চলে যাবে রয়ে যাবে রেশটা

আহারে কি আজব হয়ে গেলো দেশটা!

(মাত্রা ১৪/ অন্তমিল)

২৯.০৪.২০১৫ / ১৫.২০

বিষয়: বিবিধ

৬৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317483
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভোট দিয়ে যা!!!!
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:১২
258636
বাকপ্রবাস লিখেছেন : জি, র্যাডিমটে সিল মারা থাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File