রাজনীতি থেকে অবসরে গেলেন মনজুর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ এপ্রিল, ২০১৫, ০২:১৬:০৬ দুপুর

ছেড়ে দে মা কেঁদে বাঁচি
নাম নেবনা মুখে
আগে কতো ভালো ছিলাম
ছিলাম তোর বুকে।
ভুল করেছি মেয়র হয়ে
খেপিয়ে ছিলাম তোকে
পুড়ছি আমি মনে প্রাণে
গ্যাস্ট্রিক হলো বুকে।
ব্যাবসা পাতি যা আছে সব
করবো মন দিয়ে
খেপিসনে মা কথা দিলাম
খেলবনা ভোট নিয়ে।
ডোনেশান যা দিতাম আগে
দেবো আবার দেবো
বিনিময়ে আচল তলে
ঠাঁইটা দিস মাগো।
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
হাসিনার সাথে তাল মিলিয়ে না চললে আর কতজনকে যে অবসর নিতে হবে - তা একমাত্র আল্লাহই জানেন ।
খালেদা এখন আবার অবরোধ হরতাল করার মত লোক পাবে না । জনগন যে তার ২০ দলের সাথে নেই তা তিনি যত তাড়াতাড়ি বুঝবেন ততই উনার জন্য লাভজনক হবে ।
জাণী কভু জেনা৷
রাজনীতিতে ঢুঁকলে মাথা,
বার হয়না জানা৷
মন্তব্য করতে লগইন করুন