বানরের কান্ড দেখ !!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ এপ্রিল, ২০১৫, ০৪:০৯:৫২ বিকাল



রাতে সব ঠিক ছিলো সকালে উঠতেই

বানরটা ভাবছিল হায় তার লেজ নেই।

খুঁজে খুঁজে হয়রান কোথাওতো মেলে'না

শেয়ালে হেসে বলে বাঘে খেলে পাবেনা।


অমনি মোরগটা দিল পাখা ঝাপটা

বাতাসে নড়ে উঠে বানরের লেজটা।

আহা আহা কি মজা! লেজ আছে লেজ আছে

খুশিতে বানরটা উঠে গিয়ে নিম গাছে।


লেজটা ধরে দেখে ঠিক ঠাক আছেতো!

নিজেকেই অবিশ্বাস হাজার হোক বানরতো।

২১.০৪.২০১৫/১২.৫০

বিষয়: বিবিধ

৮১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316147
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হা!হা!হা! অনেক মজার কবিতা ভাইয়া।
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
257256
বাকপ্রবাস লিখেছেন :
316156
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক কবিদের মত অবস্থা!!!
বউ আছে কি নাই ভুলে যায়।
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১০
257263
বাকপ্রবাস লিখেছেন : কারে কি মারলেন সেটা বড় কথা নয়, কথা হলো আসেন সার্কঅস দেখি
316201
২১ এপ্রিল ২০১৫ রাত ১১:১৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : এত বানর আপনি ফেলেন কোথায়।
২২ এপ্রিল ২০১৫ রাত ১২:২৪
257307
বাকপ্রবাস লিখেছেন : গুগুল মামা দিয়েছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File