বানরের কান্ড দেখ !!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ এপ্রিল, ২০১৫, ০৪:০৯:৫২ বিকাল
রাতে সব ঠিক ছিলো সকালে উঠতেই
বানরটা ভাবছিল হায় তার লেজ নেই।
খুঁজে খুঁজে হয়রান কোথাওতো মেলে'না
শেয়ালে হেসে বলে বাঘে খেলে পাবেনা।
অমনি মোরগটা দিল পাখা ঝাপটা
বাতাসে নড়ে উঠে বানরের লেজটা।
আহা আহা কি মজা! লেজ আছে লেজ আছে
খুশিতে বানরটা উঠে গিয়ে নিম গাছে।
লেজটা ধরে দেখে ঠিক ঠাক আছেতো!
নিজেকেই অবিশ্বাস হাজার হোক বানরতো।
২১.০৪.২০১৫/১২.৫০
বিষয়: বিবিধ
৮১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বউ আছে কি নাই ভুলে যায়।
মন্তব্য করতে লগইন করুন