-ষোড়শী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ এপ্রিল, ২০১৫, ১১:৩৯:২০ সকাল
সুলেখার কালো কেশে বাঁছে রোজ উকুনে
কত কি খেলে যায় মিথিলা আর তার মনে।
কপালের লিখাটা জানেনাতো কি আছে
ওবাড়ি যাবে কবে সেই ভেবে মন নাচে।
বসে আর নড়ে চড়ে উকুনটা চুপ করে
দু'জনেরই বুকে ধুপ রাস্তায় কে বেল মারে
চোখে চোখ খেলে যায় মুখে চাপা হাসিটা
উড়ু মন উচাটন পরে প্রথম শাড়িটা।
বিষয়: বিবিধ
৮৫৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন