- ক্যাবল সিরিয়াল এবং মধ্যবিত্তের সংসার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ এপ্রিল, ২০১৫, ০৭:২৩:০৪ সন্ধ্যা



দলিলে কি লিখা ছিল ভাত রান্নার কথা?

সাত সকালে ভাংলে ঘুম করে মাথা ব্যাথা

দুপুরে যখন সিরিয়াল চলে দেখার জো নাই

বুড়ো বুড়ির চেচা মেচি করে খাই খাই।

দলিলেতো লিখা নেই আয় রোজগার করার

আমারও কি দায় পড়েছে খেটে খুটে মরার

মাসের শেষে ডিশ ক্যাবলের বিলটা যখন আসে

দেখব তখন কার পকেটের টাকা যাবে খসে।


গেলাম আমি বাবার বাড়ি করবনা আর সংসার

কথায় কথায় ভাতের খোটায় জীবন যৌবন অংগার

এই ট্যাক্সি দাঁড়াও দাঁড়াও বাক্স প্যাটরা আছে

আসবনা আর এই তল্লাটে গেলাম বলে পাছে।

যেতে পারো দরজা খোলা আসবে আবার জানি

দু'চারটা দিন গেলে পরে ফেলবে চোখের পানি

তখন কিন্তু ডাকলে আমায় শুনবনা আর কথা

যতই তুমি দেয়াল ঠুকে ভাংবে নিজের মাথা।


সপ্তাহ খানেক গেলে আবার জামায় শ্বশুর বাড়ি

হাসতে হাসতে আসে আবার সেই চেনা গাড়ি

দুদিন যেতেই আবার শুরু মেঘ গুড় গুড় করে

সিরিয়ালের এমনই প্রভাব মধ্যবিত্তের ঘরে।

১৪.০৪.২০১৫/১৬.২০

বিষয়: বিবিধ

৯০০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314935
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ অনেক মজাদার ,,,এজন্য ভাবতাছি বিয়া করুম না ,,আর যদি করি ৫ -১০ টা
১৫ এপ্রিল ২০১৫ রাত ০১:১৬
256002
বাকপ্রবাস লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised
314943
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার!!!
নিজস্ব অভিজ্ঞতা খেকে লিখা নিশ্চয়।
১৫ এপ্রিল ২০১৫ রাত ০১:১৬
256003
বাকপ্রবাস লিখেছেন : উমামারে জিগান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File