শিরোনামটা একটু পরে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ এপ্রিল, ২০১৫, ০৭:৩৭:২৫ সন্ধ্যা

তোমায় নিয়ে স্বপ্ন দেখি

অনেক বড়

কষ্ট লাগে তুমি যখন

আমায় ছাড়ো।

একটু একটু করে তোমায়

আগলে রাখি

তোমায় আমি বুকের ভেতর

গানের পাখি।


তুমি ছাড়া মূল্য কোথায়

আমার বলো?

তোমার পরশ পেয়ে জীবন

ধন্য হলো।

তুমি হলে সাহস মেলে

বুকের পাটা

তুমি ছাড়া সবার কাছে

যা'চ্ছে তা!


ছেলে মেয়ে বাপ ডাকেনা

বউয়ের ঝারি

তুমি হলে শ্বশুর বাড়ির

আদর ভারি।

তাইতো আমি তোমায় নিয়ে

কাব্য লিখি

ভাবছে সবাই বলছেতাকি

পাগল নাকি!


পাগল বলুক ছাগল বলুক

করছিনা কেয়ার

তুমি আমার যক্ষের ধন

পেয়ার আমার।

-টাকা

-বাকপ্রবাস

১২.০৪.২০১৫/৩.৪০

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File