যায়নি ভাল দিনটা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ এপ্রিল, ২০১৫, ০২:৩৫:১২ দুপুর
ডাক্তার বাবু পঁচা ভীষণ
বুঝলনা তার ব্যাথাটা
ভাংবে তার ঠ্যাংটা।
হাত কেটেছে উমামা
পিঠে শেলাই তিনটা
যায়নি ভাল দিনটা।
আব্বু তোমার খবর নেই
রাগছে মা মনিটা
যায়নি ভাল দিনটা।
আমি কি আর জানতাম পাগলী
রোজ অফিসের ব্যাস্ততা
যায়নি ভাল দিনটা।
তাড়াতাড়ি সুস্থ হোক
চাইছি সবার দোয়াটা
আমার প্রাণের জানটা।
বিষয়: বিবিধ
৯২২ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহারে, উমামা মামনির হাতটা কিভাবে ভাংগলো? দেখে কষ্ট লাগলো!
কিছু মনে করবেন না ভাইয়া, বাচ্চাদের ছবি এভাবে অনলাইনে দেয়াটা ঠিক মনে করিনা, বদনজর লাগবে ! আমি এর ঘোর বিরোধী!
অনেক অনেক দোআ ও শুভকামনা রইলো! আল্লাহ মামনিকে সুস্হ করে দিন । আমিন।
খবরটা শুনে ভাবীকে বকেননি তো ভাইয়া?
কাহিনী হলো রান্না করছে উমামার আম্মু, উড়নায় আগুন লেগে গেছে ভাগ্য ভাল জামায় লাগার আগে থার্ড পারসন সিংগুলার নাম্বার একজন টান মেরে সরিয়ে দিয়েছে, অর্ধেক উর্না পুড়ে গেছে, গায়ে লাগেনি। আমাকে বলল আমরা মা মেয়ের উপর দিয়ে দুইটা ঝড় গেল, এবার আপনার পালা
আমি বললাম আমার উপর দিয়ে ঝড় অলরেডি যাচ্ছে, সেটা হলো আমার সিলিন্ডার শেষ রান্না অফ, শুনে হা হা হা হা
আমার গুণধর বাংলাদেশী বস আমাদের নামে সিলিন্ডার হতে জানলার পর্দ, ফ্রিজ সব ইশো করেছে কোম্পানি খরচে বাট সব নিজের বাসায় লাগিয়ে দিয়েছে, আমাদের দিয়েছে পুরোনো গুলো, সিলিন্ডার এখন নতুন মডেল, পুরোনো মডেল সিলিন্ডা পাওয়া যায়না আমার চারপাশে, এটা আনতে হয় অন্য জায়গা থেকে, মাঝখানে শুক্রবার আজকে আসবে সেটা এই হলো বাংলা কাহিনী ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে বাংগালী সেখানেও পলিটিক্স করে
সময়মতো ফোন না ধরে বকা খাওয়ার কাজ তো ভাই আপনি করেছেন!
ওদের ঘরের মেম্বার এর মতো (ছোট) কাজের হ্যাল্পার হেলাল নাম
মন্তব্য করতে লগইন করুন