- মনষ্কাম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ এপ্রিল, ২০১৫, ১০:২০:১৭ সকাল
আমি বলি চুপ
সে নাড়ে মাথা
দেব ধরে কোপ
কে শুনে কথা!
আমি বলি থাম
জোরে চলে আরো
বাড়ে মনষ্কাম
কেন বলতে পারো?
আমি বলি ধ্যাত
করেনা এমন ছিঃ
সেও ধরে জেদ
খেলে কানা মাছি।
আমি বলি বাপু
থামরে এবার থাম
বাড়ে কমে রিপু
ছুটে গায়ের ঘাম।
০৮.০৪.২০১৫/৪.২৫
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন