- বাংলা মা আমার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ এপ্রিল, ২০১৫, ০৬:৩৭:৪১ সন্ধ্যা
খাঁটিরে ভাই খাঁটি
আমার দেশের মাটি
বাংলা মায়ের ভাষা
মধুর রসে ঠাসা।
বাংলা মায়ের পাখী
গান শুনেছো নাকি!
নদীর কল তানে
তৃষ্ণা মেটায় প্রাণে।
খাঁটিরে ভাই খাঁটি
অবাক চেয়ে থাকি
বন পাহাড়ের ঢালে
রবির কিরণ খেলে।
রাখাল বাজায় বাঁশী
জোৎস্না মাখে শশী
ষড় ঋতু ঘুরে
আসে চক্রাকারে।
খাঁটিরে ভাই খাঁটি
পলি মাটির ভাটি
আমার দেশের মাটি
সোনার চাইতে খাঁটি।
০৮.০৪.২০১৫/৩.৩০
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিন দিন প্রতিদিন
কবিদের শুভ দিন।
জব্বর হইছে
মন্তব্য করতে লগইন করুন