- বাংলা মা আমার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ এপ্রিল, ২০১৫, ০৬:৩৭:৪১ সন্ধ্যা



খাঁটিরে ভাই খাঁটি

আমার দেশের মাটি

বাংলা মায়ের ভাষা

মধুর রসে ঠাসা।

বাংলা মায়ের পাখী

গান শুনেছো নাকি!

নদীর কল তানে

তৃষ্ণা মেটায় প্রাণে।


খাঁটিরে ভাই খাঁটি

অবাক চেয়ে থাকি

বন পাহাড়ের ঢালে

রবির কিরণ খেলে।

রাখাল বাজায় বাঁশী

জোৎস্না মাখে শশী

ষড় ঋতু ঘুরে

আসে চক্রাকারে।


খাঁটিরে ভাই খাঁটি

পলি মাটির ভাটি

আমার দেশের মাটি

সোনার চাইতে খাঁটি।

০৮.০৪.২০১৫/৩.৩০

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313694
০৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১২
আবু জান্নাত লিখেছেন :
দিন দিন প্রতিদিন
কবিদের শুভ দিন।
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৭
254933
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ বুঝে নিন
313704
০৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বরাবরের মত জব্বর হইছে
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৭
254935
বাকপ্রবাস লিখেছেন : বরাবরের মতোই ধন্যবাদ
313738
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৭
254936
বাকপ্রবাস লিখেছেন : Excellent ধন্যবাদ ভাইযান
313752
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া!
জব্বর হইছে
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৮
254937
বাকপ্রবাস লিখেছেন : ওয়াআলাইকুমআসসালাম আপু, অনেক অনেক ধন্যবদা শুকরিয়া
313800
০৯ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৮
254938
বাকপ্রবাস লিখেছেন : থেঙকু ভাউযান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File